ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা সপ্তাহের বর্ণাঢ্য র‌্যালি শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
কারিগরি শিক্ষা সপ্তাহের বর্ণাঢ্য র‌্যালি শুক্রবার

ঢাকা: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি শিশুপার্ক-মৎস্যভবন-প্রেসক্লাব-শিক্ষাভবন-দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব মোহাম্মদ সাদিকের নেতৃত্বে এই র‌্যালিতে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ জাতীয় গণ্যমান্য
ব্যক্তিরা অংশ নেবেন।

১৮ থেকে ২৪ জুন নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারের এই সপ্তাহ পালিত হচ্ছে, কারিগরি শিক্ষায় দক্ষতা এবং সচেতনতা বাড়াতেই এই সপ্তাহের আয়োজন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।