ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উত্তরপত্র হারিয়ে যাওয়ায় ফলাফল প্রকাশ হচ্ছে না

ওয়ালিউল্লাহ, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
উত্তরপত্র হারিয়ে যাওয়ায় ফলাফল প্রকাশ হচ্ছে না

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্বের পরীক্ষার ৫০৩ নম্বর কোর্সের উত্তরপত্র হারিয়ে যাওয়ায় প্রায় নয় মাসেও ফলাফল দিতে পারছে না পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।

উত্তরপত্র হারিয়ে যাওয়ায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের চাপের ফলে সংকটে পড়েছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা।

সংকট উত্তরণে বিষয়টি শিক্ষা পর্ষদে পাঠিয়েছেন তারা।

এদিকে উত্তরপত্র হারিয়ে যাওয়ার বিষয়টি উদ্দেশ্যমূলক কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্বের পরীক্ষার ৫০৩ নম্বর কোর্সের উত্তরপত্র দ্বিতীয় পরীক্ষক মূল্যায়ন শেষে নম্বরপত্র বিভাগে পৌঁছালেও উত্তরপত্র বিভাগ কিংবা পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে পৌঁছেনি বলে শিক্ষা পর্ষদকে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।

এক্ষেত্রে পরবর্তীতে একজন পরীক্ষার্থীর উত্তরপত্র তৃতীয় পরীক্ষণ করার প্রয়োজন হলে উত্তরপত্র হারিয়ে যাওয়ায় তা সম্ভব হবে না।

এ অবস্থায় গত ১০ মে শিক্ষা পর্ষদের সিদ্ধান্তক্রমে ১০ জুন সিন্ডিকেট প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বর গড় করে দ্রুত ফলাফল প্রকাশের সিদ্ধান্ত দেয়।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা দেওয়ার প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও ফলাফল না পাওয়ায় তারা উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারছেন না। অনেক চাকরি আছে যেগুলোতে স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল চায়, সেগুলোর আবেদনও করতে পারছেন না তারা।

চাকরি না পাওয়ায় পরিবারের যেমন চাপ রয়েছে তেমনি সামাজিকভাবেও শিক্ষার্থীরা নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

তবে উত্তরপত্র হারানোর বিষয়টি উদ্দেশ্যমূলক কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তারা।

বিভাগের স্নাতকোত্তর পর্বের পরীক্ষা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী বলেন, ফলাফল প্রকাশের জন্য আমরা কয়েক দফায় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসকে বলেছি। কিন্তু উত্তরপত্র হারিয়ে যাওয়ায় ফলাফল দিতে পারছে না তারা। বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে সমাধান হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে ফলাফল আসলেই তা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আইয়ুব আলী বলেন, ‘উত্তরপত্র নিয়ে যে সমস্যা হয়েছিল তা সমাধানের জন্য সিন্ডিকেট সিদ্ধান্ত দিবে। সিদ্ধান্ত হাতে পেলেই সে অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে। ’

খাতা নিয়ে কী সমস্যা ছিল সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সব কথা সবাইকে বলা যায় না। আরো কিছু জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেন। ’

পরীক্ষা নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমানের মুঠোফোন ও অফিসিয়াল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।