ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহীর বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ২১, ২০১৪
রাজশাহীর বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহী: রাজশাহী বাগমারা উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার শিকদারিতে সালেহা-ইমারত ফাউন্ডেশন এ সংবর্ধনার আয়োজন করে।

এতে ৩৫৩ জন কৃতি শিক্ষার্থী ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ দেওয়া হয়।

স্থানীয় সংসদ সদস্য ও সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ মিয়া।


ভালো ফলাফল করতে শিক্ষার্থী ও শিক্ষকদের উৎসাহিত করতে প্রতিবছর সালেহা-ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।