ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রীষ্মের ছুটি শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলছে রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৪
গ্রীষ্মের ছুটি শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয় খুলছে রোববার

সিলেট: গ্রীষ্মকালের ও পবিত্র শবে বরাতের দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রোববার থেকে শুরু হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।



এদিকে দীর্ঘ ছুটি কাটিয়ে ইতোমধ্যে আবাসিক হল ও ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন।

রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষাসহ সব একাডেমিক ও দাফতরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মুহাম্মদ ইশফাকুল হোসেন।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন ও পবিত্র শবে বরাত উপলক্ষে গত ৮ জুন (রোববার) থেকে ১৭ জুন পর্যন্ত প্রশাসনিক এবং ১৯ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত একাডেমিক ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।