ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ২২, ২০১৪
কুবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং কনসার্টের মধ্য দিয়ে রোববার বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২৮ মে ছিল বিশ্ববিদ্যালয় দিবস।

ওইদিন কেক কেটে দিবসটির উদ্বোধন করা হলেও রোববার মূল আয়োজন করা হয়।

রোববার দুপুরে কুবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে ‘অরুণোদয়’ স্মারকের মোড়ক উন্মোচন করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপী দাস, রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, বিভিন্ন হলের প্রভোষ্ট, বিভিন্ন অনুষদের  ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এর আগে এক আলোচনা সভায় কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সবশেষে বিকেলে প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড সোলস।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।