ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৯ দফা দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
৯ দফা দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ফাইল ফটো

ঢাকা: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- পর্যাপ্ত সংখ্যক স্থায়ী শিক্ষক ও জনবল নিয়োগ দেওয়া, বর্তমান অধ্যক্ষ’র অতিরিক্ত অপসারণ, তিনটি বিভাগই আগামী সেশনে চালু করা, অবিলম্বে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে নিজস্ব পরিবহণের ব্যবস্থা করা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা করা, সম্পূর্ণ ক্যাম্পাস ও হল ইন্টারনেট (ব্রডব্র্যান্ড ও ওয়াইফাই) সুবিধার আওতায় আনা এবং মসজিদ স্থাপন করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল হোসাইন দ্বীপ, সহ-সভাপতি মীর আরাফাত মাশরুর, নিয়ামুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নাফিস ফোয়াদ সাকি, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৬৪০ ঘন্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।