ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজে দর্শন বিভাগের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধন চলাকালে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- ছাত্রনেতা নিলুফার ইয়াসমীন শিল্পী, পরমানন্দ দাশ, জাহেদা আক্তার, জেসমিন আক্তার, রাহেলা আক্তার, মাহমুদুল আলম মিলন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন- গাইবান্ধা সরকারি কলেজে সম্মান প্রথম ও চতুর্থ বর্ষের ফরম পূরণের ক্ষেত্রে কর্মচারীদের নামে ৫০টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে। কিন্তু আদায়কৃত অর্থ কর্মচারীদের না দিয়ে তা কলেজ কর্তৃপক্ষ আত্মসাৎ করছে।

গত বছরও একই কারণ দেখিয়ে কলেজ প্রশাসন ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে যার যথার্থ ব্যবহার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।