ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উচ্চ শিক্ষার গুণগত মানে উন্নয়ন হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
উচ্চ শিক্ষার গুণগত মানে উন্নয়ন হয়নি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের ইউজিসির অডিটরিয়ামে ‘কোয়ালিটি এনহ্যান্সমেন্ট অ্যান্ড রিফর্ম ইন এইচইআইএস: বিল্ডিং ব্রিজ বিটুইন ফিন্যাল্ড অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।



একে আজাদ চৌধুরী বলেন, দেশে বর্তমানে ৩০ লাখ শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। সংখ্যার দিক দিয়ে যেভাবে বিস্ফোরণ ঘটেছে তা গুণগত মানের দিক দিয়ে সেভাবে উন্নত হয়নি। তাই গুণগত মান বাড়িয়ে উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ভালো নয়। আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা গেছে গুটিকয়েক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভালো।

সংখ্যার দিক দিয়ে যেভাবে উচ্চ শিক্ষার বিস্ফোরণ ঘটেছে তা যদি মানে না বাড়ে তাহলে ভবিষ্যতে হিতে বিপরীত হতে পারে বলে শঙ্কা ব্যক্ত করেন তিনি।

ফিনল্যান্ডের উচ্চ শিক্ষার প্রশংসা করে একে আজাদ বলেন, ফিনল্যান্ড উচ্চ শিক্ষার আইকন। গুণগত ও মানসম্মত শিক্ষায় তারা অনেক এগিয়ে। সেখানে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার মান অনেক ভালো।

ইউজিসি সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, ফিনল্যান্ডের ইউডিক্লাস্টারের চেয়ারপার্সন ড. তারেজা ম্যারিট
পাইইটিলিয়াইনইয়েন, ফিন্যান্ডের জাইভাসকাইলা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. ক্যারি পিটকানইএনসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।