ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রসায়ন শিক্ষাকে জনপ্রিয় করতে অলিম্পিয়াডের ভূমিকা গুরুত্বপূর্ণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
রসায়ন শিক্ষাকে জনপ্রিয় করতে অলিম্পিয়াডের ভূমিকা গুরুত্বপূর্ণ ছবি : ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের মাঝে রসায়ন শিক্ষাকে আরো জনপ্রিয় করতে রসায়ন অলিম্পিয়াডের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার ‌‌ষষ্ঠ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় রসায়ন শিক্ষার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, রসায়ন আমাদের জীবনের সর্বত্রই বিরাজমান। তাই বিজ্ঞান শিক্ষার্থীসহ সব শাখার শিক্ষার্থীকে রসায়ন বিষয়ে অন্তত প্রাথমিক জ্ঞান লাভ করতে হবে। তাই দেশের তরুণ শিক্ষার্থীদের কাছে রসায়নকে জনপ্রিয় করতে এ অলিম্পিয়াড ভূমিকা রাখবে।

বাংলাদেশের শিক্ষার্থীরা অচিরেই আন্তর্জাতিক পর্যায়ের রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে এবং প্রত্যাশিত সফলতাও অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।



বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. জসীম উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে সারাদেশের ৯ হাজার ছাত্র-ছাত্রী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে ২'শ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশনেন।

এ বছর রসায়ন অলিম্পিয়াডে ঢাকা কলেজের ছাত্র কনক দাস চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া, রাজশাহী কলেজের শামীম শাহরিয়ার প্রথম রানার আপ এবং কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের মো. ওমর আল মাসুদ রাসেল দ্বিতীয় রানার আপ হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।