ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির সম্ভাব্য বাজেট ৪৭ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
জবির সম্ভাব্য বাজেট ৪৭ কোটি টাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২০১৪-১৫ অর্থবছরে সম্ভাব্য বাজেটের আকার ৪৭ কোটি টাকা। যা ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ কোটি ৩০ লাখ টাকা কম।



বিশ্ববিদ্যালয়কে পাঠানো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

২০১৪-১৫ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুদান ৩৩ কোটি টাকা। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হিসেবে ধরা হয়েছে ১৪ কোটি টাকা।

এর মধ্যে শিক্ষা আনুষঙ্গিক খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৮ কোটি ৫০ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৫ কোটি ৫০ লাখ টাকা এবং মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ১ কোটি টাকা।

এছাড়া শিক্ষকদের ভাতাদি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি ১০ লাখ টাকা, কর্মকর্তাদের বেতন ও ভাতা খাতে ১৩ কোটি ২০ লাখ টাকা এবং কর্মচারীদের বেতন বাবদ ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পেনশন মঞ্জুরী ও মূলধন মঞ্জুরী যথাক্রমে ১০ লাখ ও  ১ কোটি ৫০ লাখ টাকা।
 
এদিকে গবেষণা মঞ্জুরী, মেরামত মঞ্জুরী ও বিশেষ অনুদান খাতে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তবে ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত বাজেটে এসব খাতে মোট ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
 
জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে বাজেট বরাদ্দ কম। একই সময়ে প্রতিষ্ঠিত দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলো আমাদের চেয়ে বেশি বাজেট বরাদ্দ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আরও বেশি বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময় : ০৩৪০ ঘণ্টা, ২৮ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।