ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির ১২ শিক্ষকের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
বেরোবির ১২ শিক্ষকের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ

রংপুর: শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও তাদের মতামত উপেক্ষা করে এককভাবে সব সিদ্ধান্ত গ্রহণ করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদ থেকে  পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ১২ জন শিক্ষক।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ন‍ুর-উন-নবীর কাছে পদত্যাগ পত্র জমা দেন।



পদত্যাগ পত্র জমাদানকারীরা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোরশেদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন প্রভোস্ট আবুল কালাম মোহাম্মদ ফরিদুল আলম, একই হলের হাউজ টিউটর মো. রাশিউল আজম খান, খন্দকার জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট জাহিদ হোসেন, হাউজ টিউটর এইচ এম তারিকুল ইসলাম, খন্দকার শারমীন আশরাফি, তাসনীম হোমাইদা, মোস্তাফিজুর রহমান,  বিশ্ববিদ্যালয় সাইবার স্টোরের পরিচালক আবুল কালাম মো. ফরিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পরিচালক ড. মতিউর রহমান ও সহকারী প্রোক্টর শাহ জামান এবং মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর ড. শরীফা সালোয়া রিনা।

ড. শরীফা সালোয়া রিনা অভিযোগ করে বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে পাশ কাটিয়ে দলকে অবমূল্যায়ন করেছেন ও দলকে কটুক্তি করেছেন। শিক্ষক সমিতিকে পাশ কাটিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষকদের পদোন্নতি, আপগ্রেড, শিক্ষা ছুটি এসব বিষয়ে তিনি শিক্ষকদের মতামত উপেক্ষা করেছেন বলে অভিযোগ করে তিনি বলেন, এ কারণে শিক্ষকরা পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ন‍ুর-উন-নবী বলেন, আমি কারো সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করিনি। আমি রেজিস্ট্রার নিয়োগ দেইনি। তারা যে ঢালাও অভিযোগ করেছেন, তা সত্য নয়। তাদের পদত্যাগ পত্র গ্রহণ করবো কিনা পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।