ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের বিভিন্ন স্কুলে বৃক্ষরোপন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের বিভিন্ন স্কুলে বৃক্ষরোপন উৎসব

ঢাকা: নতুন প্রজন্মকে গাছ লাগানো এবং পরিচর্যায় উৎসাহিত করতে ‘সেভ ট্রি সেভ লাইফ’ স্লোগানকে সামনে রেখে ঢাকায় উদযাপিত হচ্ছে বৃক্ষরোপন উৎসব- ২০১৪।

এ উৎসবের আওতায় ইতোমধ্যে ক্যান্টনমেন্ট বোর্ডের বিভিন্ন স্কুলে ২০০টি গাছ লাগানো হয়েছে।

বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের মোট ৪০ জন ছাত্র-ছাত্রী এ কর্মসূচিতে অংশ নেয়।

শনিবার উত্তরায় রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আরো ২০টি গাছ লাগানোর মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

এ উপলক্ষে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর মহাসচিব ড. এম এ মতিন, সঙ্গীতশিল্পী মেহরীন, লেখক আনোয়ার সাদী, লেখক-গবেষক শামসুন্নাহার লাভলী, লুক সম্পাদক ফারাহ জাবিন শাম্মী।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), লুক, গল্পা এবং শামসুন্নাহার লাভলী ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।