ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষকদের চাকরির বয়সসীমা বৃদ্ধির প্রস্তাবে আপত্তি

ওয়ালিউল্লাহ, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
জাবি শিক্ষকদের চাকরির বয়সসীমা বৃদ্ধির প্রস্তাবে আপত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ থেকে ৬৭তে বৃদ্ধির প্রস্তাবে আপত্তি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্যরা।

শিক্ষকদের চাকুরির বয়সসীমা ৬৫ থেকে ৬৭ তে উন্নীত করা ঠিক হবে না বলে মত দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমতাজ আলা সাকুর।



শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করার যে সিদ্ধান্ত হয়েছে তাতে সরকারের উচ্চ পর্যায়ের নীতিগত সমর্থন নেই বলে জানান সিনেট সদস্য ও টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রাজ্জাক।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৩৩তম বার্ষিক সিনেট সভায় গত ৩ মে অনুষ্ঠিত বিশেষ সিনেটের কার্যবিবরণী নিশ্চিতকরণে বিষয়টি উঠলে এতে আপত্তি জানান তারা।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমতাজ আলা সাকুর বিষয়টি নিয়ে আপত্তি তোলার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিনেট সদস্যদের তোপের মুখে পড়েন। এ সময় সিনেট সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান মমতাজ আলা সাকুরের বক্তব্যকে অশোভন ও শিষ্টাচার বর্হিভূত বলে উল্লেখ করেন।

মমতাজ আলা সাকুরকে উদ্দেশ্য করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, ‘তারা সচিবালয়ে থাকেন। মন্ত্রণালয়ে থাকেন তারা। তাদের কাছে আমরা এই নিয়মকানুনগুলো সঠিকভাবে আশা করি। আমার জানা মতে আপনি যদি আগের মিটিংয়ে থেকে থাকেন এবং ঐ মিটিংয়ে আপনি যদি এটার প্রতিবাদ করে না থাকেন তাহলে আপনি আজকে করতে পারেন না। আপনি যদি ঐ মিটিংয়ে উপস্থিত না থাকেন তাহলেও আপনি এর প্রতিবাদ করতে পারেন না। আমি যতটুকু বুঝি নিয়মকানুন হিসেবে আমার ব্যাখ্যা এটি। ’

অধ্যাপক আমির হোসেন বলেন, ‘গত সিনেটের কার্যবিবরণীর বাহিরে কিছু আছে কিনা সেটি দেখা যেতে পারে। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ নেই। ’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান বলেন, এডিশনাল সেক্রেটারি যে সভায় উপস্থিত ছিলেন ঠিক সেখানেই তিনি আপত্তিটি দিবেন। কিন্তু সে আপত্তি যদি আজকে আসে তবে সেটি একটু অশোভন হয়ে যায়, মানে একটু শিষ্টাচারের বাহিরে চলে যায়। এটি প্রত্যাশিত নয়।

শাহিনুর রহমানের বক্তব্যের পর পরই মমতাজ আলা সাকুর বলেন, আমি একজন সিনেট সদস্য হিসেবে আমি আমার মতামত ব্যক্ত করার জন্য এখানে অবশ্যই অধিকার রাখি এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা বলে দিয়েছি। আমি উপ-উপাচার্যের প্রতি সম্মান দেখিয়ে বলছি উনি যে শব্দটা চয়ন করেছেন ‘শিষ্টাচার বহির্ভূত’ এর অর্থটা যদি উনি বুঝে থাকেন তবে তিনি কি এটাকে শিষ্টাচার বহির্ভূত বলতে পারেন।

পরে অধ্যাপক শাহিনুর রহমান তার বক্তব্য প্রত্যাহার করেন।

সিনেট সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপাচার্যের কাছে জানতে চান, এক মাস পূর্বে বিশেষ সিনেটে যে বিষয়ে আলোচনা হয়েছে তা এই সিনেটে আলোচনা করা যেত কী না? ঐ সিনেট কত টাকা খরচ হয়েছে? সে টাকা পাবলিকের কী না? যদি হয় তবে সেটা ক্রিমিনাল ওফেন্স হবে না কেন?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেই তখন প্রশাসনের ব্যাপক দুর্নীতি ছিল। কিন্তু বর্তমান প্রশাসন দুনীর্তি দমনে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়েছে। ফলে
প্রশাসনের অনেক দুনীর্তি কমে এসেছে।

এ বছর ভর্তির ক্ষেত্রে দুনীর্তি হয়নি দাবি করে উপাচার্য বলেন, পোষ্য কোটায় দুর্নীতির বিষয়ে তদন্ত করা হচ্ছে। জনসংযোগ অফিসের দুইজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষকরা কি করছেন তাও আমরা দেখছি। ’

পরে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনও তার বক্তব্য প্রত্যাহার করেন।

সিনেট সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে অনুষ্ঠিত এক বিশেষ সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করার যে সিদ্ধান্ত হয়েছে তাতে সরকারের উচ্চ পর্যায়ের নীতিগত সমর্থন নেই।

২০১৩-১৪ অর্থবছরের ১২ কোটি টাকা ৪৬ লক্ষ টাকা ঘাটতি রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেটের ৩৩তম অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরে ১১৪ কোটি ৬৫ লক্ষ টাকার মূল বাজেট উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের এ বাজেট উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।