ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েট’র আইইএম বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
কুয়েট’র আইইএম বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ’১৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ’০৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুয়েট অডিটরিয়ামে শনিবার বিকেলে আইইএম এ্যসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আইইএম এসোসিয়েশনের সভাপতি ও আইইএম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারাপদ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন  প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা।

এ সময় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ফুল দিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আইইএম বিভাগের সকল শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।