ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী রেজিস্ট্রার মোর্শেদুল ইসলাম রনিকে রেজিস্ট্রার হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।



এর আগে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এ টি এম এমদাদুল হককে প্রেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো।

তবে তাকে নিয়োগ দেওয়ার বিরোধিতা শুরু করে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের একটি অংশ গত কয়েকদিন থেকে আন্দোলন করে আসছিলো।

আন্দোলনের পরিপেক্ষিতে এ টি এম এমদাদুল হক শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পদত্যাগ পত্র জমা দেন।

পরে সিন্ডিকেট সভায় মোর্শেদুল ইসলাম রনিকে রেজিস্ট্রার হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর-উন-নবী বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।