ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবেদন জমা

ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরির সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরির সুপারিশ

ঢাকা: তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরিসহ প্রশ্ন ফাঁসে বিভিন্ন সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি।
 
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত কমিটির প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসাইন এ তথ্য জানান।


 
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান সোহরাব হোসাইন।

এ সময় ড. মোহম্মদ স‍াদিক, কমিটর সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাজুল ইসলাম, কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রআলয়ের উপ-সচিব নাসরিন আখতারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
তদন্ত কমিটির প্রধান সোহরাব হোসাইন বলেন, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সেটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর।

এ বিষযে তিনি বলেন, এ ক্ষেত্রে একটি সফটওয়ার তৈরি করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ থাকতে হবে এবং প্রিন্টারসহ ডিজিটাল প্রিন্টিং ব্যবস্থা থাকতে হবে। এ পদ্ধতিতে  প্রশ্নপ্রত্র ফাঁসের কোনো সম্ভবনা থাকবে না।

কমিটির প্রধান জানান, সুপারিশমালায় সব পাবলিক পরীক্ষায় পর্যাপ্ত সেট থাক‍ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। কোন প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার পর তা ছাপতে হবে। তবে এক্ষেত্রে রক্ষাবেক্ষণের সমস্যার বিষয়টিও মাথায় রাখতে হবে।
 
প্রশ্নপত্র তৈরির কাজে জনশক্তি কমিয়ে আনার বিষয়টিও  উল্লেখ করেন তিনি।

প্রতিবেদনে ১০টি সুপারিশ করা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব সোহরাব হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সব পক্ষের মতামত নিয়ে কমিটি সুপারিশ তৈরি করেছে। কোনগুলো বাস্তবায়ন করা হবে সে বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে।
 
গত ১০ এপ্রিল এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গত ৯ এপ্রিল ঢাকা বোর্ডের এই পরীক্ষা স্থগিত করা হয়।
 
পর দিন অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি করে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

পরবর্তীতে সময় বাড়িয়ে নিয়ে রোববার প্রতিবেদন দাখিল করে কমিটি।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৪, আপডেট: ১৭৫৬ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।