ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র সাময়িক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র সাময়িক বহিষ্কার

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে  ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারসহ তিন কর্মকর্তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাজধানী ঢাকার কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের লিঁয়োজো অফিসে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সাময়িক বহিষ্কৃত সদস্যরা হলেন, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আকিব জাবেদ খান ও আল মামুন, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের রেজা শরীফ ও এনামুল হক মনি, অর্থনীতি তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের মিঠুন দে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বাংলানিউজকে জানান, রেজিস্ট্রার শাখায় হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে ওই ছয় শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এর ফলে তাদের কারণ  দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো জানান, ওই ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. হানিফকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ৫ জুন রেজিস্ট্রার কার্যালয়ে ভাঙচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া কমিটির তদন্ত প্রতিবেদনে ওই শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ মেলে।

পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব দেয় তারা।

এছাড়া ওই ঘটনায় চার শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট অফিসার মো. সাইদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১৪/আপডেট: ২১৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।