ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
খুবির ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের ১৪ ব্যাচের নবাগত ছাত্র-ছাত্রীদের হয়রানি ও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় ওই ডিসিপ্লিনের পূর্ববর্তী তিন ব্যাচের (১১, ১২ ও ১৩) ১২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড তাদের এ শাস্তি প্রদান করে।



এর মধ্যে শিক্ষার্থী ইশরাত জাহান সেতু, নাজনিন আক্তার রিতা, উম্মে হাবিবা সোহানা, এস এম সাজ্জাত হোসেন রাজন এবং আব্দুল্লাহ আল মামুনকে চলতি টার্ম ও পরবর্তী টার্ম অর্থাৎ দুই টার্মের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।

তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকে মূচলেকা প্রদান করতে হবে। এছাড়া মো. আসিফ সুলতান রাজু, চয়ন শেখ, কারিমুন নেছা, ইজাজুল আহমেদ, শেখ মুশফিকুর রহমান, মো. এনামুল হক ও নাঈম রহমান সম্রাট।

এদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অভিভাবকের মূচলেকা প্রদান করতে হবে।

গত ২৩ জুন শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য সমাজ বিজ্ঞান ডিসিপ্লিন একটি তদন্ত কমিটি গঠন করে।

মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শৃঙ্খলা বোর্ডের ওই সভায় এ তদন্ত প্রতিবেদন বিস্তারিত আলোচনার পর অভিযুক্ত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে বর্ণিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। নিয়মানুযায়ী শাস্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আপিল করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।