ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবি’র ঢালাও মন্তব্য যুক্তিসঙ্গত নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবি’র ঢালাও মন্তব্য যুক্তিসঙ্গত নয়

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে টিআইবি’র মন্তব্য যুক্তিসঙ্গত নয় বলে বিবৃতি দিয়েছে অ্যাসোসিয়েশন অব নন-গভ:মেন্ট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এএনইউবি)।

এএনইউবি’র চেয়ারম্যান শেখ কবির হোসেন বুধবার এক বিবৃতিতে গত ৩০ জুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঢালাওভাবে আনা অভিযোগ ও মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।



তিনি বলেন, টিআইবি কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ২২টি বিশ্ববিদ্যালয়ের উপর জরিপ পরিচালনা করায় অসম্পূর্ণ তথ্য উঠে এসেছে। এই অসম্পূর্ণ ও অপূর্ণাঙ্গ তথ্য ভিত্তিক প্রতিবেদন শিক্ষার্থী, অভিভাবকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়।      

চেয়ারম্যান শেখ কবির হোসেন বিবৃতিতে বলেন, প্রচলিত আইন ও প্রয়োজনীয়তা যাচাই করে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন '২০১০ মেনে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে কি-না তা সার্বক্ষণিক তদারকি করছে ইউজিসি। এই বাস্তবতায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ঢালাওভাবে যেসব অভিযোগ করা হয়েছে তা যুক্তিসঙ্গত হয়নি। তাছাড়া প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত এবং আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষামন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে টিআইবির মন্তব্য তথ্যনির্ভর নয়।

QUIZ_July_02

টিআইবির প্রতি আহবান জানিয়ে শেখ কবির হোসেন বলেন, ঢালাওভাবে অভিযোগ করে দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের উচ্চতর আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়েছে। দেশের ৬১ ভাগ শিক্ষার্থী বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষাগ্রহণ করছে। দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কাজ করছেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। প্রতিটি বিশ্ববিদ্যালয় অনুমোদিত কারিক্যুলাম অনুযায়ী পাঠদান নিশ্চিত করছে। ফলে সনদ বিক্রির প্রসঙ্গ অবান্তর।

তিনি বলেন, আমরা মনে করি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে একটিই অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন হতে পারে এবং দ্রুত তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চুড়ান্ত করতে হবে। এএনইউবি উচ্চ শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার প্রসারে সরকার ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে আগ্রহী।

পাশাপাশি টিআইবিসহ এ ধরনের অন্য সব প্রতিষ্ঠানকে শুধু নেতিবাচক দিক নিয়ে ব্যস্ত না থেকে ভালো কাজের ইতিবাচক প্রশংসা করারও আহবান জানাচ্ছি। কারণ ভাল কাজের প্রশংসা না করলে অন্য একজন ভাল কাজ করতে উৎসাহিত হয় না।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।