ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

নভেম্বরে রুয়েটের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জুলাই ২১, ২০১৪
নভেম্বরে রুয়েটের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সার্বিক সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে ইতোমধ্যে ১৬ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।



এই কমিটির সভাপতি ও সদস্য সচিব করা হয়েছে রুয়েটের পুর-কৌশল অনুষদের ডিন প্রফেসর ইকবাল মতিন ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রাশিদুল হাসানকে।

এছাড়া কমিটিতে সদস্য করা হয়েছে প্রতিষ্ঠান থেকে ডিগ্রি প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদের কর্মকর্তাদের। এ কমিটি বেশ কয়েকবার বৈঠক করেছে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে সফলভাবে আয়োজন করার জন্য।

রুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ জানিয়েছেন সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে রুয়েটের প্রতিষ্ঠালগ্ন থেকে (প্রাক্তন ইঞ্জিনিয়ারিক কলেজ ও বিআইটি, রাজশাহী) এখন পর্যন্ত সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে একত্রে মিলিত করার সব চেষ্টা চালানো হচ্ছে।

এই মহামিলনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে নভেম্বর মাসের কোন তারিখে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সবাই কিভাবে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন তার তথ্যাদিসহ নানা নির্দেশনা খুব দ্রুতই রুয়েটের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান রুয়েট উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।