ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির শামসুন্নাহার হল ‘কালো দিবস’ স্মরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
ঢাবির শামসুন্নাহার হল ‘কালো দিবস’ স্মরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ‘কালো দিবস’ স্মরণ করা হচ্ছে।

২০০২ সালের এই দিনে (২৩ শে জুলাই) শামসুন নাহার হলে রচিত হয় এক কালো অধ্যায়।

ওইদিন রাত ১২ টার দিকে পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে শামসুন্নাহার হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী।

এরপর ২০০৩ সাল থেকে শামসুন্নাহার হল কালো দিবস হিসেবে প্রতিবছরই নানা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন বাম ছাত্রসংগঠনগুলো দিবসটি পালন করে আসছে।

বরাবরের মতো এবারও ছাত্রলীগসহ অন্যান্য সংগঠন যথাযথভাবে দিবসটি পালন করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

শামসুন্নাহার হল শাখা ছাত্র ইউনিয়ন একটি দেয়াল পত্রিকা এবং হলের সামনের দেয়ালে দেয়ালচিত্র অঙ্কন করছে। এছাড়া দিনটির স্মরণে বেশ কয়েকটি ছাত্রসংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার কথা রয়েছে।
 
এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাতে আলোর মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শামসুন্নাহার হলের সামনে এসে শেষ হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সিদ্দিকী নাজমুল আলম  বলেন, ‘তৎকালিন সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছেন। ’

দিনটিকে কালো দিন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমরা কখনোই চাই না এমন দিন ফিরে আসুক। ’

তিনি আরও বলেন, ‘সেদিন যারা এসব সাধারণ ছাত্রীদের ওপর নির্যাতন চালিয়েছিল, সেই অভিযুক্তদের আজও বিচার হয়নি। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি।

২০০২ সালের এ দিনে রাতের আঁধারে শামসুন্নাহার হলের সাধারণ ছাত্রীদের ওপর নির্মমভাবে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ। এর প্রতিবাদে নির্যাতনবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ব্যাপক প্রতিরোধ সংগ্রাম শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলশ্রুতিতে তৎকালীন উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।