ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে জাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সহ-সভাপতি জোনায়েদুল হক পারভেজ, কায়কোবাদ, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, যুগ্ম সম্পাদক মিঠুন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দিপু, দফতর সম্পাদক শহিদুল ইসলাম সাইফসহ বিভিন্ন হলের দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন,  জাতিকে কলঙ্গমুক্ত করতে হলে বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে আরো দ্রুত গতিতে কাজ করতে হবে।

মানববন্ধনে ‘বঙ্গবন্ধু খুনিদের ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত কর’, আব্দুর রশিদ পালাবি কই, ফাঁসির দড়িতে ঝুলাবই’, ‘আব্দুল মজিদ পালাবি কই, ফাঁসির দড়িতে ঝুলাবই’, লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।