ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে পাসের হার ৭৯.১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
সিলেট বোর্ডে পাসের হার ৭৯.১৬

সিলেট: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার পাসের হার ৭৯.১৬ শতাংশ। গতবারে পাসের এ হার ছিল ৭৯.১৩ শতাংশ।



গতবারের চেয়ে এবার ফলাফলের সব সূচক বৃদ্ধি পেয়েছে। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও।

বোর্ডে ছেলেদের পাসের হার ৭৯.১৯ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৯.১৪ শতাংশ।

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানান শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান।

বোর্ডের ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭ হাজার ৫৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫ হাজার ৫৬৮ জন।   এর মধ্যে ২০ হাজার ৮১৫ জন ছেলে ও ২৪ হাজার ৭৫৩ জন মেয়ে শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে মোট দুই হাজার ৭০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে এক হাজার ১৮৭ ও মেয়ে ৮৮৩ জন।

সিলেট শিক্ষাবোর্ডে এবার প্রথম স্থান অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থানে সিলেট ক্যাডেট কলেজ, তৃতীয় স্থানে সিলেট এমসি কলেজ, চতুর্থ স্থানে সিলেট সরকারি মহিলা কলেজ ও পঞ্চম স্থানে রয়েছে সিলেট কমার্স কলেজ।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।