ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেনী গার্লস ক্যাডেট কুমিল্লা বোর্ডে দ্বিতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ফেনী গার্লস ক্যাডেট কুমিল্লা বোর্ডে দ্বিতীয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শাফিউল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, বোর্ডের অধীনে সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ দ্বিতীয়। এ কলেজ থেকে এবার এইসএসসসি পরীক্ষায় মোট ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৯ জন জিপিএ-৫ ও দু’এ গ্রেড পেয়েছে।

অধ্যক্ষ আরো জানান, ভালো ফলাফল কারো একক কৃতিত্ব নয়। কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী অভিভাবকসহ সবার প্রচেষ্টার ফল এটি। কলেজে নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ, অপেক্ষাকৃত দুর্বলদের জন্য বিশেষ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ,  শ্রেণীকক্ষে প্রতিদিন প্রস্তুতিমূলক কাজ দিয়ে তা আদায় করা হতো। ভালো ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই খুশি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।