ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শতভাগ ফেল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
শতভাগ ফেল!

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার চক কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী পাস করতে পারেননি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আকতার জাহান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, চক কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজ এবারই প্রথম এইচএসসি পরীক্ষার অনুমতি পায়। এ কলেজ থেকে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় মানিক নামে মাত্র একজন শিক্ষার্থী অংশ নেন। কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেননি।

তিনি আরো জানান, এবার এ কলেজে উচ্চমাধ্যমিকে মোট তিনজন শিক্ষার্থী ছিলেন। কিন্তু টেস্ট পরীক্ষায় দু’জন ফেল করায় ফাইনাল পরীক্ষায় অংশ নেন একজনই।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।