ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুরে ছাত্রফ্রন্টের মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
রংপুরে ছাত্রফ্রন্টের মিছিল-সমাবেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর কারমাইকেল কলেজের প্রবেশ সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে কারমাইকেল কলেজ শাখা ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।



সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকশির এ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

আর এতে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সহ সভাপতি রোকনুজ্জামান রোকন, কলেজ সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের প্রবেশ মুখের ভগ্নদশা ও সড়ক ২৬ হাজার শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর জন্য লজ্জাজনক।

অবিলম্বে এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট দূর করা না হলে অবরোধ-ধর্মঘটসহ কঠিন কর্মসূচি দেওয়ার হুমকিও দেন বক্তারা।

বাংলাদশে সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।