ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
জাবির ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলে ছাত্রলীগের এক গ্রুপ অপর গ্রুপের ওপর হামলা ঘটনায় ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর শুক্রবার রাতে এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।



প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।  

বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কে. এম নুরুন নবী (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ), মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ (নৃবিজ্ঞান বিভাগ), ইসতেহাদ আহমেদ বিজয় (রসায়ন বিভাগ), এখতে খায়রুজ্জামান সঞ্চয় (ইতিহাস বিভাগ), খন্দকার নাইম-উল ইসলাম নইম (মার্কেটিং বিভাগ), কিশোর দাশ (পদার্থ বিজ্ঞান বিভাগ), সাদ্দাম হোসেন (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), এম মাঈনুল হোসাইন রাজন (নৃবিজ্ঞান বিভাগ), শান্ত কুমার নাথ (পরিবেশ বিজ্ঞান বিভাগ), শিহাব খন্দকার শিহাব (পদার্থ বিজ্ঞান বিভাগ), রাজ প্রসাদ রাজ (পরিবেশ বিজ্ঞান বিভাগ), তানভীর সজিব (মার্কেটিং বিভাগ), মো. আদেল আল নোমান (মার্কেটিং বিভাগ), কাজী রায়হান হাবীব (মার্কেটিং বিভাগ), মো. নিশাত রহমান (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ), শাকিল উজ জামান শাকিল(উদ্ভিদ বিজ্ঞান বিভাগ)।

এদিকে, ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা বাদী হয়ে উপরোক্ত ১৬ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সিন্ডিকেট সভায় নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার ভোর ৪টার দিকে ২য় দফায় ওই হলে তল্লাশি করে শিক্ষার্থীদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হলে তল্লাশি চালিয়ে কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।


** জাবিতে তল্লাশি চালিয়ে দেশিয় অস্ত্র উদ্ধার, আটক নেই
**আট ঘণ্টা পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন!


বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।