ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আরো শক্তিশালী করা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় অ্যাক্রিডিটেশন কাউন্সিলেও গতি আনা হচ্ছে।



বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং করা হবে। অনেকের অভিযোগ, বৈশ্বিকভাবে আমাদের র‌্যাংকিং নেই। তাই, প্রথমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেন্টার ফর সোস্যাল সায়েন্স রিসার্চ (সিএসএসআর)-এর উদ্যোগে ‘বিশ্বায়িত পৃথিবীতে আত্মপরিচয়: বহুমাত্রিতা, রূপান্তর ও প্রতিকূলতা’ শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পার্থক্য করতে চাই না। বেসরকারি বিশ্ববিদ্যালয় সময়ের চাহিদা।

বর্তমানে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের আরো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন বেশ ভালো করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের মানুষের অর্থে শিক্ষার্থীরা পড়াশোনা করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও দেশের নির্দিষ্ট সংখ্যক মানুষের অর্থেই শিক্ষার্থীরা পড়াশোনা করছে।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীরা যেন পড়তে পারে, সে জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।
 
উচ্চ শিক্ষায় গবেষণা বৃদ্ধির জন্যও আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান বলেন, বিভিন্ন সমাজের মানুষের মধ্যে পরিবর্তন হয়েছে।
 
আজকের দিনে বিশ্বায়ন একটি বাস্তবতা। তবে সবাইকে নিজের স্বকীয়তা ধরে রাখতে হবে। জাতিকে চিনতে হবে। আমাদেরও বিশ্বায়নের সুবিধা আদায় করতে হবে।
 
সম্মেলনে, ‘এশিয়ার আন্তঃসংযোগ’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব আমস্টারর্ডামের শিক্ষক ও গবেষক উইলেম ভ্যান শ্যান্ডেল।
 
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- সিএসএসআর-এর পরিচালক এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন অধ্যাপক জাকির হোসেন রাজু।
 
সিএসএসআর’এর এই আর্ন্তজাতিক সম্মেলনটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট (হেকেপ) প্রকল্পের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।