ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে মাদ্রাসা শিক্ষা পুনর্গঠন বিষয়ক সেমিনার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
ইবিতে মাদ্রাসা শিক্ষা পুনর্গঠন বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘Reforming Madrasah Education’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



সেমিনারে সভাপতিত্ব করেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এবিএম সিদ্দিকুর রহমান আশরাফী।

অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সেমিনারের শুভ উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।

সেমিনারে নয়া দিল্লীর জামিয়া মিল্লা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. আখতারুল ওয়াসের রচিত ‘Reforming Madrasah Education’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক অ্যান্ড পারসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ড. ইশারাত আলী মোল্লা।

তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সময় এসেছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা। শুধু ভারতীয় উপমহাদেশের মাদ্রা‍সা শিক্ষাকে নয়, সব ধরনের মাদ্রাসা শিক্ষার সংস্কার করতে হবে। এজন্য মাদ্রাসার সিলেবাসের সংস্কার অত্যাবশ্যক।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারী।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে মূল প্রবন্ধের উপর আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান আনোয়ারী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল, অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. মুস্তাক মো. মনোয়ার প্রমুখ।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষকসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।