ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

যবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের ১৮ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৭, আগস্ট ২৪, ২০১৪
যবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের ১৮ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা এখন থেকে যুক্তরাষ্ট্রের ১৮টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিসের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়।



যবিপ্রবি রিসার্স সেলের উপদেষ্টা সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার ইমরান খান জানান, এ সমঝোতা স্মারক সইয়ের ফলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আমেরিকার নির্দিষ্ট ১৮টি বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পাবেন। আর এখানে অধ্যায়নরত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য এখন থেকে সহজেই ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারবেন।

তিনি আরও জানান, শুধু যশোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নয়, আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিসের সাথে সম্পর্কিত ১৮টি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও একই সুযোগ সুবিধা পাবেন। তারাও যবিপ্রবিতে গবেষণা ও উচ্চ শিক্ষার সুযোগ নিতে পারবেন।

যবিপ্রবির অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিসের পক্ষে সভাপতি প্রফেসর ড. গোলাম এম মাতবর। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. ইসমাইল হোসেন, প্রফেসর ড. জামান হোসেন, প্রফেসর ড. আনিসুর রহমান ও প্রফেসর ড. শেখ মিজানুর রহমান।

অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আহসান হাবীব।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।