ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ২০ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ২০ সেপ্টেম্বর

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। টেলিটক মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ৩১ অক্টোবর পর্যন্ত।

  
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস.এম. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি ইউনিটের মোট ১৩টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ বছর ‘ফোকলোর’ নামে নতুন বিভাগ হিসেবে চালু করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্যাদি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।