ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বৃত্তি পেলেন ঢাবির বিভিন্ন বিভাগের ১৫ শিক্ষার্থী

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
বৃত্তি পেলেন ঢাবির বিভিন্ন বিভাগের ১৫ শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের স্নাতক (সম্মান) পার্যায়ের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের ১৫জন মেধাবী শিক্ষার্থী মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি ২০১২-১৩ পেয়েছেন।

বুধবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।



বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মামুনুর রশিদ (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স), মো. শাহ্রিয়ার শরীফ (ইন্টারন্যাশনাল বিজনেস), জয়া রায় (সংস্কৃত), মো. সুমন প্রধান (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স), মো. ফজলে রাব্বী (ইন্টারন্যাশনাল বিজনেস), অমিত সরকার (মার্কেটিং), মো. ওবায়েদুল হক (ফিন্যান্স), মো. আবু জাফর (ইসলামিক স্টাডিজ), মো. রোবেল হোসেন (ফিন্যান্স), আশা দে (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), সিকদার হাসিব রেজা (অর্থনীতি), এম সাজ্জাদুল
ইসলাম (ফার্মেসি), সুবর্না মোর্শেদা (প্রিন্টমেকিং), মো. ইয়ার হোসেন (এমআইএস) ও শিরিন আক্তার (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা)।  

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য মেধাবী শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করে গেছেন।

এ সময় তিনি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।