ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

লোহাগড়ায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষক শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
লোহাগড়ায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষক শোকজ

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএসএস ও এসএসসি পরীক্ষায় নয় শিক্ষার্থীকে বহিষ্কার ও ছয় শিক্ষককে শোকজ করা হয়েছে।

শুক্রবার উপজেলার লোহাগড়া আদর্শ সরকারি কলেজ ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় কেন্দ্রে এসব আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোক্তার হোসেন।



সংশ্লিষ্টরা জানায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুক্রবার লোহাগড়া আদর্শ সরকারি কলেজে বিএসএস শিক্ষার্থীদের রাষ্ট্র বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়।

পরীক্ষা চলাকালে ইউএনও কেন্দ্র দু’টি পরিদর্শন করেন। এ সময় পরীক্ষায় নকল করা, কথা বলা, একে অপরের খাতা দেখে লেখাসহ বিভিন্ন অপরাধে লোহাগড়া সরকারি কলেজ কেন্দ্র থেকে চার পরীক্ষার্থী ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন ইউএনও।

এছাড়া, দায়িত্বে অবহেলার জন্য লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ছয় শিক্ষককে শোকজ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।