ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ফাইন আর্টস বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৩ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
জবির ফাইন আর্টস বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৩ সেপ্টেম্বর

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২২ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় সংশ্লিষ্ট বিভাগীয় অফিস কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এছাড়া ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট বিভাগীয় অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ কলা অনুষদের (বি ইউনিট) ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে।

ওই দিন রাজধানীর সাতাশটি কেন্দ্রে একযোগে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘বি’ ইউনিটে ৭১০টি আসনের (মানবিক-৪৯০টি, বিজ্ঞান- ১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৭৫টি) বিপরীতে পঞ্চাশ হাজার পাঁচশ ৫১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীকে অবশ্যই এসএসসি/এইচএসসি  বা সমমানের পরীক্ষার ছবি সম্বলিত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোনকৃত দু’কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র http://jnu.teletalk.com.bd অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.jnu.ac.bd থেকে ডাউনলোড করা যাচ্ছে।

মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ডিভাইস ছাড়াও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে এমন কিছু পাওয়া গেলে ওই পরীক্ষার্থীকে বহিষ্কৃত করা হবে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নতুন ওয়েবসাইট www.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।