ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েট ফাঁকা, হল ছাড়লো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
রুয়েট ফাঁকা, হল ছাড়লো শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল ছেড়ছেন শিক্ষার্থীরা।

শুক্রবার ভোর ৬টায় রুয়েট শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেন।

পরে সকাল ১০টার মধ্যেই রুয়েটের সব আবাসিক হল খালি হয়ে যায়।

এর আগে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শনিবার থেকে রুয়েট অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় শুক্রবার সকাল ১০টার মধ্যে। তবে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

প্রশাসনের নির্দেশের পর শুক্রবার ভোর থেকেই শিক্ষার্থীদের ব্যাগ-ল্যাগেজ ও জরুরি জিনিসপত্র নিয়ে রুয়েট সংলগ্ন তালাইমারী, কাজলাগেট, নর্দানমোড় ও ভদ্রায় গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। এছাড়া দূরের শিক্ষার্থীরা ভিড় করেন রাজশাহীর শিরোইলের ঢাকা বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে।

মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ ভোর থেকেই রুয়েটের প্রধান ফটক ও শহীদ লে. সেলিম হলের সামনে পুলিশ মোতায়েন ছিল। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই রুয়েট এর পরিস্থিতি শান্ত রয়েছে। তবে প্রশাসনিক কর্মকা- চলায় নিরাপত্তার স্বার্থে বন্ধ ক্যাম্পাসেও পুলিশের নিয়মিত টহল থাকবে বলে জানান ওসি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবির কর্মীরা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ শিবির কর্মী আহত হয়েছে। একই সময় রুয়েট সংলগ্ন অক্ট্রয় মোড়ে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে শিবির কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শিবিরের নাশকতা ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে রাতে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় শনিবার থেকে রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।