ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক গোলাম মুর্তজা বাংলানিউজকে ভর্তি পরীক্ষার এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে রুয়েটে ৭২৫টি আসনে ভর্তির জন্য সর্বমোট পাঁচ হাজার ১৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এর মধ্যে ১৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ‘খ’ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের জন্য মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার্থীদের অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন- ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন ইত্যাদি বহন নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বুধবার রুয়েটের বিভিন্ন ভবনে প্রর্দশনের ব্যবস্থা করা হবে। পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে সিট প্ল্যান জেনে নেওয়ার পরমার্শ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ পরীক্ষা হলে প্রবেশ করার অনুরোধ জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগ পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৫ অক্টোবর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১০টি বিভাগে মোট ৭২৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে বলে জানিয়েছে প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।