ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে ছাত্রলীগের বাধায় শিক্ষক নিয়োগ পরীক্ষা বন্ধ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
কুবিতে ছাত্রলীগের বাধায় শিক্ষক নিয়োগ পরীক্ষা বন্ধ

কুবি: ছাত্রলীগের বাধার মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।



কিন্তু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা পরীক্ষা বন্ধের দাবিতে সকাল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

পরে দুপুরে প্রশাসনের পক্ষ থেকে নিয়োগ পরীক্ষার্থীদের জানানো হয়, মৌখিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ছাত্রলীগের বাধার কারণ জানতে চাইলে কুবি ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদর রহমান মাসুম বাংলানিউজকে বলেন, এখানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী আছে কিনা আমি জানি না।

এ সম্পর্কে উপাচার্য ড. মো. আলী আশরাফের সঙ্গে কথা বলতে ‍চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পরে সহকারী প্রক্টর আব্দুল আল মাহবুব সাংবাদিকদের এ বিষয়ে প্রক্টর মো. আইনুল হকের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। কিন্তু প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, কয়েক মাসে আগে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে দুই জন প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে এসএসসি-এইচএসসি ও স্নাতক-স্নাতকোত্তরের জিপিএ বৃদ্ধি করে আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ কুবি শিক্ষার্থীদের নিয়োগবঞ্চিত রাখতেই আবেদনের যোগ্যতা বাড়িয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।