ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আলু-পটলের ব্যবসায় পরিণত হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আলু-পটলের ব্যবসায় পরিণত হবে ছবি: জি এম মজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আলু-পটলের ব্যবসায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘বাংলাদেশের শিক্ষার বর্তমান হালচাল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সুসাশনের জন্য নাগরিক (সুজন) এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিবিদদের মধ্য অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক। এখন ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর কিছুদিন পর এটা আলু-পটলের ব্যবসার মতো হয়ে যাবে। আমরা রাজনৈতিক কর্মীরা ফায়দা নীতি তৈরি করছি। তাই রাজনৈতিক কর্মীদের সচেতন হওয়া দরকার।

তিনি বলেন, এখনকার বিশ্ববিদ্যালয়গুলো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয় না। ভোটার নিয়োগ করা হয়।
এসময় তিনি তার ভাইয়ের উদাহরণ দিয়ে বলেন, আমার ভাই কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেনি।

শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য গণহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া ঠিক নয়। সেইসাথে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের অংশ নেয়া বন্ধ করা উচিত বলে তিনি জানান।
 
শিক্ষামন্ত্রণালয়ের সচিব এন আই খান বলেন, বিনামূল্যে বই বিতরণ করায় গত দশ বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী বেড়েছে। আর পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে।

গোলটেবিল বৈঠকে শিক্ষকদের লেজুড় ভিত্তিক রাজনীতি ছেড়ে আসতে হবে মত প্রকাশ করেন শিক্ষার্থী ও শিক্ষাবিদরা।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই। এটি আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও, তা হয়নি।

বুয়েটের সাবেক উপাচার্য্য অধ্যাপক আবুদল মতিন বলেন, শিক্ষকের দায়িত্ব দিতে হবে। তাদের বাইরে কিছু করা যাবে না। এজন্য সম্মিলিত হয়েই সিদ্ধান্ত নিতে হবে।

সুজনের নির্বাহী সদস্য বিচারপতি কাজী এমদাদুল হক বলেন, শিক্ষক-ছাত্রসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।
সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।

প্রবন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা, শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় শিক্ষানীতি ২০১০সহ নানা বিষয় তুলে ধরা হয়।

এছাড়া আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ শরীফা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, চিত্রনায়ক ও সুজন সদস্য ইলিয়াস কাঞ্চনসহ অনেকে।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।