ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীদের ধর্মঘট তৃতীয় দিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীদের ধর্মঘট তৃতীয় দিনে ছবি: ফাইল ফটো

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও ভোমরা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট করেছেন।

এ সময় মহাসড়কে কমপক্ষে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন-মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, মিজানুর রহমান তানভির, সব্যসাচী বিশ্বাস, তৃতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব, শরীফ আহমেদ প্রমুখ।

শিক্ষক সংকট দূর, নির্মাণাধীন ২৫০ শয্যা হাসপাতাল চালু ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাসহ চার দফা দাবিতে রোববার (১৯ অক্টোবর) থেকে শিক্ষার্থীরা এ ধর্মঘটের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।