ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

মো. মহিবুল আলম সবুজ, শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
শেকৃবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

ঢাকা: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও এর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।



শেক‍ৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতরের কর্মকর্তা বশিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিকে পাঠ্য পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলো থেকে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

তিনি জানান, রাজধানীর বিএএফ শাহীন কলেজ (রোল নং- ১০০০০১ থেকে ১০৩৪২০),  ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১০৩৪২১ থেকে ১০৫৭২০), মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ (১০৫৭২১ থেকে ১০৬৯৭০), মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়(১০৬৯৭১ থেকে ১০৮৪৭০), কিশালয় বালিকা স্কুল অ্যান্ড কলেজ (১০৮৪৭১ থেকে  ১০৯৪৭০), মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় (১০৯৪৭১ থেকে ১১০৯৭০), শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১১০৯৭১ থেকে ১১২৩৭০), শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১১২৩৭১ থেকে ১১৩৭৭০), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (১১৩৭৭১ থেকে ১১৬৩৭০), মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ (১১৬৩৭১ থেকে ১১৮৮২০), গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় (১১৮৮২১ থেকে ১১৯৬২০) এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (১১৯৬২১ থেকে ১২১৮৮৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার তিনটি অনুষদে ৫০০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এগুলো হচ্ছে- কৃষি অনুষদে ৩৫০, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে ২১ হাজার ৮৮৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এই হিসেবে এক আসনের বিপরীতে গড়ে ৪৪ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন।

জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার ফল ২০ নভেম্বর প্রকাশিত হবে। আর মেধা তালিকা থেকে ২১ এবং ২২ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তিকরা হবে।

এই শিক্ষাবর্ষের ক্লাস আগামী বছরের ৪ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটি ww.sau.edu.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।