ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে ৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
খুবিতে ৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুক্রবার

খুলনা: ৬ষ্ঠ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৪ খুলনা অঞ্চলের উৎসব খুলনা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী  এ উৎসবটি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে।



বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন করবেন।

এছাড়া বাংলাদেশের কয়েকজন খ্যাতিমান গণিতবিদ উপস্থিত থেকে গণিতের বর্তমান অগ্রগতি ও বিভিন্ন সফলতা নিয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম। উৎসবে খুলনা অঞ্চলের বিভিন্ন স্নাতক পর্যায়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।