ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার রাবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষ‍া বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
রোববার রাবিতে শিক্ষকদের ক্লাস-পরীক্ষ‍া বর্জন

রাবি: রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাবি শিক্ষক সমিতি।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, রাবির অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে তারা এ কর্মসূচি দিয়েছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম। পরে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।