ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
জবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড-২০১৪ (ঢাকা দক্ষিণ অঞ্চল)-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


 
শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

প্রতিযোগিতায় ঢাকা দক্ষিণ অঞ্চলের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বুদ্ধিমান হওয়ার জন্য গণিত শিক্ষার বিকল্প নেই। গণিত এমন একটি বিষয় যা আমাদের খেলাচ্ছলে শেখায়। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্ব অলিম্পিয়াডে জায়গা করে নিতে পারবে বলে আশা করি।

প্রতিযোগিতায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. পেয়ার আহমেদ।
 
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণিতবিদ অধ্যাপক এ এফ এম খোদাদাদ খান, ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড-এর আহ্বায়ক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানু,  সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ আনদাল্লা, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউর রহমান প্রমুখ।

এর আগে সকালে ‘৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড-২০১৪’ উপলক্ষে ক্যাম্পাসে র্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।