ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুক্রবার

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
পবিপ্রবি’র ভর্তি পরীক্ষা শুক্রবার

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

এ বছর বিভিন্ন অনুষদের মোট ৬১৭টি আসনের বিপরীতে ১১ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।



পবিপ্রবির রেজিস্ট্রার মো. নওয়াব আলী জানান, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

এ বছর ‘সি’ ইউনিটে প্রতিটি আসনে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও ‘এ’ ইউনিটে (কৃষি, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মৎস্য বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স) ৪৬৮টি আসনের বিপরীতে প্রতি আসনে ১১টি করে মোট ৫ হাজার ১৭৭টি আবেদন জমা পড়েছে। ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা-বিএএম) ৮৩টি আসনের বিপরীতে প্রতি আসনে ৩৫ জন করে মোট ২ হাজার ৯১৪টি আবেদন জমা পড়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।