ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

প্রেসক্লাবে নন এমপিওভূক্ত শিক্ষকদের অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
প্রেসক্লাবে নন এমপিওভূক্ত শিক্ষকদের অনশন ছবি : দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওভূক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।



তাদের অভিযোগ, সরকার দুই বছর এমপিও না দেওয়ার শর্তে আমাদের নিয়োগ প্রদান করেছে, অথচ দুই বছর পার হয়ে আরো ষোল মাস অতিবাহিত হওয়ার পরও এমপিওভূক্ত হয়নি। যার জন্য তিনশত সহকারি শিক্ষক মানবেতর জীবন যাপন করছে।

তারা আরো বলেন, এই বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানকালে তিনি বলেছিলেন, অর্থসংকটের কারণে এমপিওভূক্তি করতে পারছেন না। অথচ এরই মধ্যে আমাদের কিছু শিক্ষক প্রশাসনকে ম্যানেজ করে এমপিওভূক্তি করিয়ে নিয়েছেন। একই দেশে দুই নিয়ম তো চলতে পারে না। অবিলম্বে আমাদেরও এমপিওভূক্তি করার দাবিতে আমরা অনশনে নেমেছি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।