বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবরকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির অন্যান্যরা হলেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহীর উদ্দিন ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল খালেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্লাস-পরীক্ষায় বর্জন বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে অনুষদে জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫