ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩২ গাড়ি পাচ্ছে টেকনিক্যাল স্কুল-কলেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
৩২ গাড়ি পাচ্ছে টেকনিক্যাল স্কুল-কলেজ

ঢাকা: টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস ও প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য ৩২টি আধুনিক মডেলের পুরাতন গাড়ি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদফতরের এক প্রস্তাবে সাড়া দিয়ে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ৩২টি পুরাতন জিপ গাড়ি ৩২টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা অফিসে ব্যবহৃত ৩২টি পুরাতন জিপ গাড়ি আগামী ২৮ মার্চ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সুবোধ চন্দ্র ঢালী।

একই দিনে টিকিউআই প্রকল্পের অধীনে ৩২টি জেলা শিক্ষা অফিসকে ৩২টি নতুন জিপ দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারাদেশে সরকারি ৪৯টি পলিটেকনিক, ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ৩টি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে।

এসব প্রতিষ্ঠানে গাড়ি সংক্রন্ত মেরামত, রক্ষাণাবেক্ষণ, ড্রাইভিং ও আনুষাঙ্গিক কোর্স অন্তর্ভ‍ুক্ত আছে।

প্রতিষ্ঠানের তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস পরিচালনায় আধুনিক অথচ পুরাতন গাড়িগুলো ফলপ্রসু অবদান রাখবে বলে জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।