রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিযুক্ত শিক্ষকদের প্রবেশিকা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেন্টার ফর এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। সেন্টারের পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপপরিচালক প্রফেসর আব্দুল্লাহ শামস বিন তারিক স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইবিএস পরিচালক প্রফেসর মো. শহীদুল্লাহ্ ও প্রশিক্ষণার্থী সালেহ মাহমুদ (সমাজবিজ্ঞান) বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২ জন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ জন নবীন শিক্ষককে সনদ দেওয়া হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন অন্যতম প্রশিক্ষণার্থী তাসনীম নাজিরা রিদা (দর্শন বিভাগ)।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫