রংপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের অটো প্রমোশনের দাবিতে সোমবার (৬এপ্রিল) দুপুরে রংপুর প্রেসকাবের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের ব্যানারে অনুষ্ঠিত দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, রংপুর সরকারি কলেজের রসায়ন ৩য় বর্ষের ছাত্র কাজল রায়।
বক্তব্য রাখেন, রংপুর সরকারি কলেজের রসায়ন ৩য় বর্ষের সোহেল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের রসায়ন ৩য় বর্ষের খাইরুল ইসলাম, কারমাইকেল কলেজের আসিফ হাসান।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রংপুর জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আহ্বায়ক সাদেক হোসেন, কারমাইকেল কলেজ শাখার সহ-সভাপতি মোসলেহ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় স্বেচ্চাচারি সিদ্ধান্তের ফলে দেশের অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির সম্মুখীন।
২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ন্যূনতম এক বিষয়ে উত্তীর্ণ হলেই প্রমোটেড হত।
কিন্তু একই শিক্ষা বর্ষের ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না।
২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্রদের ২য় বর্ষের মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণে নিয়মিত ছাত্র হিসেবেই গৃহিত হয়েছিল।
তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এহেন সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীদের ফরম পূরণ চালু করার দাবি জানায়।
বাংলাদেশ সময় ১৭৫৫ ঘন্টা, এপ্রিল ৬,২০১৫
কেজেড/