রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা অবশেষে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হায়াত মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মকবুল হোসেনকে সোমবার (১৩ এপ্রিল) সকালে এই নির্দেশ দেন।
এর আগে বিভিন্ন জটিলতার কারণে চার মাস থেকে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭০ জনের বেতন বন্ধ ছিল। নব নিযুক্ত শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াতের নিজ উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের সেই বন্ধ হয়ে যাওয়া বেতন ভাতা আবারও চালু হতে চলেছে।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবুল হায়াত জানান, বিভিন্ন জটিলতার কারণে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ হয়ে যায়। এতে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন শুরু করছিলেন। সার্বিক দিক বিবেচনায় অভ্যন্তরীণ সমস্যা দ্রুত সমাধান করে তিনি বেতন প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১১০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসএস/এমজেএফ/এসএস